মাধবদীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা -২০২৩" এর মাধবদী পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতা আজ ২৩ জানুয়ারি সোমবার মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হয়।
মাধবদী পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সম্মানিত মেয়র ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহবায়ক মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: হারুনূর রাশীদ শাহ ফকিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক (ভারপাপ্ত) বাবু কিরন কুমার দেবনাথ এবং মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব এম মাহামুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে পৌরমেয়র মোশাররফ হোসেন মানিক বলেন, সরকার নতুন শিক্ষা কারিকুলামে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিয়েছে। এতে করে শিক্ষার্থীরা শারিরীক ও মানসিক সুস্থতা ধরে রেখে দেশ বিদেশে নিজ দেশের সুনাম বয়ে আনবে। তিনি আরও বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশের চ্যালেঞ্জে মানবতার কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে একজন আদর্শ রোল মডেল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন, আমির হোসেন মোল্লা, প্রভাতি রানি। মার্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সোহেল রানা, সোহানুর রহমান, দেলোয়ার হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। বিভিন্ন গ্রুপের খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মাসুদ রানা, মাহফুজুর রহমান তুষার এবং নাজমুল হাসান।
সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেব বিভিন্ন লেখকের মূল্যবান বই বিতরণ করা হয়। পরবর্তীতে পৌরসভা পর্যায়ের প্রথম স্থান বিজয়ীরা ২৫ জানুয়ারি উপজেলা পর্যায়ে খেলায় অংশ নিবে।