মধ্যরাতে শেষ হয়েছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, স্বস্তি ফিরেছে জেলেদের মধ্যে 

মধ্যরাতে শেষ হয়েছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, স্বস্তি ফিরেছে জেলেদের মধ্যে 
ছবি: সংগৃহীত

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। শেষ হয়েছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। শুক্রবার (২৮শে অক্টোবর) মধ্যরাতে এই নিষেধাজ্ঞা শেষ হয়। এতে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। জেলেরা জাল, মাছ ধরার নৌকা-ট্রলার নিয়ে ছুটছেন নদীতে। চলতি বছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে বলে দাবি করেছে মৎস্য বিভাগ। ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশা প্রকাশ করে তারা।

ইলিশ গবেষকরা বলছেন, ইলিশ মূলত সারা বছরই ডিম দেয়। তবে সেপ্টেম্বর ও অক্টোবর- এ দুই মাসের চারটি অমাবস্যা-পূর্ণিমায় ডিম পাড়ে। বিশেষ করে অক্টোবরের দুটি অমাবস্যা-পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতিবছর ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়।

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বৃদ্ধি, সুষ্ঠু প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, বিপনণ, পরিবহন, মজুতে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর।