মানিকগঞ্জে কিশোর গ্যাং লিডার রাসেল গ্রেফতার

মোহাম্মদ আরিফ হোসেন।। স্পেশাল করেসপন্ডেন্ট।।মানিকগঞ্জে কিশোর গ্যাং “রাসেল গ্যাং” এর লিডার রাসেল উজ্জামান (২১)’কে গ্রেফতার করেছে র্যাব -৪।
আজ ১৫ জানুয়ারি (সোমবার) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। রাসেলকে মানিকগঞ্জ থেকে চাঁদাবাজি ও বাসের সুপারভাইজারকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার দায়ে গ্রফতার করা হয়।
রাসেল গ্যাং এর সদস্যরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিং সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
কিশোর গ্যাং এর লিডার রাসেল তার অন্যান্য সহযোগীদের নিয়ে নবীনগর থেকে আরিচাগামী একটি যাত্রীবাহী বাসে নিজেকে মানিকগঞ্জ এর রাসেল গ্যাং এর লিডার হিসেবে পরিচয় দিয়ে দৈনিক ৫০০/- টাকা চাঁদা দিতে হবে বলে সুপারভাইজারকে জানায় এবং চলতি দিনের চাঁদা দিতে বলে। কিন্তু বাসের সুপারভাইজার উক্ত আসামীর দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। অতঃপর গাড়িটি আরিচা ঘাটে যাত্রী নামিয়ে মানিকগঞ্জ বাসট্যান্ড সংলগ্ন রাজ আবাসিক হোটেলের সামনে হাইওয়ে রাস্তার উপরে আসলে আসামীরা গাড়িটির গতিরোধ করে সুপারভাইজারকে গাড়ী থেকে টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে সুপারভাইজার মোঃ সাজ্জাদকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথার মাঝ বরাবর আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। বাসের সুপারভাইজার রাস্তায় উপর লুটিয়ে পরে জ্ঞান হারিয়ে ফেলে। আসামীরা সুপারভাইজার এর মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।