মানিকগঞ্জে খেলনা পিস্তল সহ অস্ত্র মামলার আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। র্যাব ৪, সিপিসি ৩ এর বিশেষ অভিযানে অস্ত্র মামলার ০১ জন এজাহারভুক্ত আসামী গ্রেফতার হয়েছে।
র্যাব সূত্রে প্রকাশ, ১৩ তারিখ রাত ১১:৩০ মিনিটে সিপিসি-৩, র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন গড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাদেক মিয়া (৪৪) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে একটি স্মার্ট মোবাইল ফোন, ১১(এগারোটি) ভুয়া নিবন্ধিত সিম কার্ড, ১০,০২০/-টাকা, দুইটি মাইক্রো এসডি কার্ড, একটি খেলনা পিস্তল, একটি মোবাইল সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।
লেঃ কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত সাদেক মিয়া ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯( a ); তৎসহ ১২০-খ ২০৩/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় পলাতক আসামী। মামলা হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। কিন্তু র্যাব এর চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সাদেক মিয়ার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ এর গড়পাড়া থেকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।