মানিকগঞ্জে নিষিদ্ধ মাদক হেরোইনসহ গ্রেফতার ৩ কারবারি

মানিকগঞ্জে নিষিদ্ধ মাদক হেরোইনসহ গ্রেফতার ৩ কারবারি
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি।। সিপিসি-৩, র‍্যাব-৪ এর মাদকবিরোধী অভিযানে ৪.৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হিরোইন সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

 গ্রেফতারের বিষয়টি র‍্যাব-৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন নিশ্চিত করেছেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ রাত অনুমান ০৯:৩০ টার সময় মানিকগঞ্জ জেলার সদর থানাধীন মানিকগঞ্জ বাজার টিন পট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ তারেক মিয়া (৩৯)সেতু তালুকদার (৩৩ ) এবং অপু সরকার (৩০) নামের তিন মাদক ববসায়ীকে গ্রেফতার করে র‍্যাব।

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪.৫০ গ্রাম হেরোইন,মাদক বিক্রির ২৩৫০/- টাকা এবং০৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয় 

 লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা সক্রিয় মাদক ব্যবসায়ী। তারা লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ সদর থানা সহ আশপাশ এলাকায় যুব সমাজের নিকট অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রয় করে আসছিলো। এই তথ্য পাওয়ার পর সিপিসি-৩, র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল উক্ত আসামীদেরকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে এবং গোপন সংবাদের ভিত্তিতে উপরে বর্ণিত ঘটনাস্থল থেকে এই তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া সকলের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।