মানিকগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি।। র্যাব-৪, সিপিসি-৩ এর অভিযানে ৩১(একত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ডাকাতি মামলায় অভিযুক্ত ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৪ অক্টোবর রাত অনুমান ০১.০০ টায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন বাস্তা এলাকা থেকে মোঃ চঞ্চল মিয়া ওরফে শাওনুর রহমান চঞ্চল (৩৫) নামের ডাকাতি মামলা সহ একাধিক মামলায় অভিযুক্ত কুখ্যাত এই মাদক ব্যবসায়ীকে ৩১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় চঞ্চল এর নিকট থেকে ফেনসিডিল-৩১ (একত্রিশ) বোতল, মোবাইল ০২ (দুই) টি, সীম কার্ড ০২ (দুই) টি এবং ১টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি র্যাব-৪ সিপিসি ৩ কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত শাওনুর রহমান চঞ্চল একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। তাছাড়া সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদ্স্য, যে ইতোপূর্বে একাধিক মামলায় অভিযুক্ত আসামী। উক্ত গ্রেফতারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা সহ দেশের বিভিন্ন জায়গা হতে নিজে এবং বিভিন্ন মাধ্যমে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য এনে পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল।
তিনি আরো জানান, গোপন সংবাদের মাধ্যমে অবহিত হয়ে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকার বাস্তা এলাকায় একটি অভিযানের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীর ঘরের ওয়ারড্রবের মধ্য হতে ৩১ (একত্রিশ) বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিলসহ উক্ত আসামীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামে ডাকাতি ও মাদক মামলা সহ মোট ০৪ টি মামলার তথ্য পাওয়া যায়।
উক্ত আসামীকে নিয়মিত মামলার ঋজু পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।