মানিকগঞ্জে শিল্পকলার শিক্ষার্থীদের ফলাফল ও নবীন বরণ

মো.নজরুল ইসলাম।।"সৃজনশীল বাংলাদেশ চাই" এই স্লোগানে আজ জেলা শিল্পকলা একাডেমির বাৎসরিক ফলাফল ও নবীন বরণ অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের হলরুমে সকালে অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সম্মানিত বিষয়ভিত্তিক শিক্ষক তবলা গুরু চৈতন্য দাস ও সুনীল সাহা। গানের ওস্তাদ মায়া আক্তার ও বিউটি আচার্য্য। নৃত্যের ওস্তাদ মনিরুল ইসলাম মুকুল, আবৃত্তি প্রশিক্ষক শাকিল আহমেদ সনেট প্রমুখ।
বক্তারা বলেন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার বাংলাদেশ বিনির্মানে ঘরে ঘরে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতাসহ সাংস্কৃতিক জাগরণ ঘটাতে হবে।