মোবাইলে ফেসবুক চালাতে নিষেধ করায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার।। নীলফামারীর সৈয়দপুরে তাসফিয়া জান্নাত তিথি (১৭) নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলান্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) উপজেলার চাঁদনগর এলাকার দুইতলা বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাসফিয়া জান্নাত তিথি ওই এলাকার মাসুম আহম্মেদ তানসেন ও রাজদুলারী দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনেরা জানান, আগের দিন সন্ধায় তিথি পড়ার টেবিলে বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছিল। এনিয়ে মা তাকে অনেক বকাবকি করেন। পরে রাতের খাবার খেয়ে দরজা বন্ধ করে সে ঘুমাতে যায়। পরের দিনি সকাল ১১টার দিকে অনেক ডাকডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিদের ডাকেন তার মা। পরে প্রতিবেশিরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয় অতিরক্তি পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। সবকিছু পর্যবেক্ষণ করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্বজনদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।