মিরপুরে রিক্সায় তুলে নিয়ে ছুরি দিয়ে হত্যা, গ্রেফতার ২

মিরপুরে রিক্সায় তুলে নিয়ে ছুরি দিয়ে হত্যা, গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

ছবি মিলিয়ে দেখার কথা বলে সাইমনকে নিয়ে যায় ছিনতাইকারীরা 

ডেস্ক রিপোর্ট।। দুই মাস আগে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গার্মেন্টসের চাকরি করার স্বপ্ন নিয়ে রাজধানীতে আসেন সাইমন। চাচার সাথে থেকে মিরপুরের একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন। প্রথম মাসের বেতনের টাকা নিয়ে বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া করতে সনি সিনেমা হলের এলাকায় এসেছিলেন। সাইমনের বন্ধু সাথে ছিলেন রাব্বি ও হৃদয়। বেতনের ১০ হাজার টাকার মধ্যে ২ হাজার টাকা খরচও করেছিল। কিনে ছিলেন একটি প্যান্ট।  

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাসায় ফেরার পথে ভুক্তভোগী সাইমন ও রাব্বি ছিনতাইকারীদের কবলে পড়েন। তিন ছিনতাইকারীরা তাদের দুজনকে বলেন, 'সাইমন নাকি তাদের বড় ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ছবি মিলিয়ে দেখার কথা বলে রিকশায় করে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায় সায়মন ও হৃদয়কে। 'সাইমনকে ছিনতাইকারীরা একটু দূরে নিয়ে গিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শিরা সাইমনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে নিহত ঘোষণা করেন। 

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ২ নম্বর ডিসি অফিসে উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা এসব তথ্য জানান। 

উপ-পুলিশ কমিশনার জসীম বলেন, বুধবার ভুক্তভোগীর বাবা শাহজাহান শেখ দারুস সালাম থানায় মামলা করেন। এরপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। বৃহস্পতিবার মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন, মো. ইউসুফ (২১) ও ইকবাল (২০)। এ সময় তাদের কাছ থেকে ১১ শত টাকা ও একটি সুইচ গিয়ার জব্দ করা হয়। অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।