মালিকে আইভরির ৪৬ সৈন্যকে মুক্ত করতে বলেছে পশ্চিম আফ্রিকান নেতৃবৃন্দ

মালিকে আইভরির ৪৬ সৈন্যকে মুক্ত করতে বলেছে পশ্চিম আফ্রিকান নেতৃবৃন্দ
ছবিঃ সংগৃহীত

পশ্চিম আফ্রিকার নেতারা মালির ক্ষমতাসীন জান্তাকে আইভরি কোস্টের ৪৬ সৈন্যকে ছেড়ে দিতে বলেছে। কয়েকমাস ধরে আটক এসব সৈন্যকে ছেড়ে দেয়া না হলে অবরোধ আরোপেরও হুমকি দেন এসব নেতা। 
ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস এর প্রেসিডেন্ট ওমর আলিও টোরেয় নাইজেরিয়ায় রোববার এক শীর্ষ সম্মেলনকালে সাংবাদিকদের বলেন, আইভরির সৈন্যদের ২০২৩ সালের পয়লা জানুয়ারির মধ্যে ছেড়ে দেয়ার জন্যে আমরা মালির কর্তৃপক্ষকে বলেছি। 
গাম্বিয়ান এই দূত আরো বলেন, এ সময়ের মধ্যে সৈন্যদের ছেড়ে দেয়া না হলে পশ্চিম আফ্রিকান ব্লক ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাখে। 
পশ্চিম আফ্রিকান একজন কূটনীতিক বলেন, মালি সৈন্যদের ছেড়ে দিতে ব্যর্থ হলে ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস অবরোধ আরোপ করবে। গত ১০ জুলাই মালির রাজধানী বামাকো থেকে এসব সৈন্যকে আট করা হয়।
আইভরি কোস্ট বলছে, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে সহায়তা করার জন্যে এসব সৈন্যকে পাঠানো  হয়েছে। কিন্তু তাদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। তবে মালি বলছে, এরা ভাড়াটে সৈন্য। রাষ্ট্রীয় নিরাপত্তা নষ্টের অভিযোগে তাদের আটক রাখা হয়েছে। (বাসস)