নিজস্ব প্রতিবেদক,ঢাকা ।। মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে নানা লোভনীয় অফার দিয়ে অর্থ আত্মসাৎ করতেন সংঘবদ্ধ এক প্রতারক চক্র। এ চক্রের মূল হোতাসহ তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩। রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. আনোয়ার হোসেন (৪২), মাসুদুর রহমান (৪২) ও মো. রাশিদুল কবির (২৮)। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইলফোন, একটি মানি রিসিভ, ২টি ক্যাশ বুক রেজিস্টার, একটি স্ট্যাম্প এবং ২টি ডায়রি জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, ভাটারা থানার বারিধারা এলাকা থেকে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা আনোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে টার্গেট করে বিভিন্ন প্রলোভ
র্যাব-৩ এর অধিনায়ক বলেন, ভুক্তভোগীদের তারা প্রথমে জানান মালয়েশিয়া তাদের কোম্পানি রয়েছে এবং সেখানে কিছু সংখ্যক লোক পাঠানো হবে। মালয়েশিয়ার কোম্পানিতে ভালো বেতন ও বছরে দুটি বোনাস এবং থাকা-খাওয়া ফ্রিসহ বিভিন্ন লোভনীয় অফার দেয় তারা।
এমন লোভনীয় কথা বিশ্বাস করে ভুক্তভোগীরা তাদের কাছে পাসপোর্ট ও টাকা জমা দেন। পাসপোর্ট ও টাকা হাতিয়ে নিয়ে এ চক্র ভুক্তভোগীদের সঙ্গে টালবাহানা করতে থাকে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় ভুক্তভোগীরা তাদের অফিসে গেলে তারা গালি-গালাজসহ অশোভনীয় আচরণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে গেলে ভুক্তভোগীদে প্রাণনাশেরও হুমকি দিতেন তারা।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও এমন প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।