মহেশখালীতে বাসের ধাক্কায় এক নারী নিহত, শিশুপুত্র আহত

মহেশখালীতে বাসের ধাক্কায় এক নারী নিহত, শিশুপুত্র আহত
ছবি: সংগৃহীত

 শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার : কক্সবাজার মহেশখালীতে মা বাবার দোয়া (চকরিয়া সার্ভিস লি.) নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক (টমটম) আরোহী এক নারী নিহত হয়েছেন। এসময় তার শিশুপুত্র সন্তানটিও আহত হন।

আজ শুক্রবার (১৭ই মার্চ) সকাল সাড়ে ১১ টায় মহেশখালীর প্রধান সড়ক বড়ো মহেশখালী ইউনিয়নস্থ রাস্তার মাথা বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটেছে। নিহত রোজিনা আকতার (৩০) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার ছৈয়দ মিয়ার স্ত্রী। রোজিনা ৩ সন্তানের জননী বলে জানান গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা বাবা দোয়া নামের যাত্রীবাহি বাসটি মহেশখালী পৌরসভা থেকে কালারমারছড়া হয়ে চকরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। বাসটি রাস্তা মাথা বাজারে ইজিবাইক ( টমটম) ও বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। নিহত নারীর স্বামীর বাড়ি পানিরছড়া হোয়ানক এবং বাবার বাড়ি বড়ো মহেশখালী মুহাম্মদ বকসু বর ডেইল এলাকায়। তিনি বাবার বাড়ি এলাকায় একটি বিয়ের দাওয়াতে যাওয়ার পথে এই দূর্ঘটনায় নিহত হন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানিয়েছেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশু চিকিৎসাধীন। ঘাতক বাস ও ইজিবাইক জব্দ করা হয়েছে।