মা বোনদের নিয়ে কাউন্সিলর প্রার্থীর সড়ক অবরোধ

মা বোনদের নিয়ে কাউন্সিলর প্রার্থীর সড়ক অবরোধ
ছবিঃ সংগৃহীত

ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচন শেষে ফলাফলে কারচুপির অভিযোগ এনে সড়ক অবরোধ করেছে কাউন্সিল পার্থী জাহাঙ্গীর আলমের কর্মী, সমর্থক ও স্বজনরা।  

এ সময় তারা ফলাফল প্রকাশের দাবিতে পুলিশ বিজিবি ও  দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাহফুজ আলমকে অবরুদ্ধ করে রাখেন।  

সোমবার ভোট শেষ বিকাল ৫টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হাফিজুল ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রের সামনের সড়ক অবরোধ করেন তারা।

এ সময় জটলার মধ্যে পড়ে জাহাঙ্গীর আলমের মা আহত হন।

বিক্ষোভকারীদের দাবি, ফলাফল ছাড়া তাদের এখান থেকে যেতে দেওয়া হবে না। সড়কও ছেড়ে দেওয়া হবে না।  

বিক্ষোভরত রাশেদ জানায়, প্রশাসনকে ম্যানেজ করে কারচুপির মাধ্যমে উটপাখি প্রতীকের প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহকে বিজয়ী করার জন্য এ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে না। পাশের কেন্দ্রে জাহাঙ্গীর ৬৫ ভোটে বিজয়ী হয়েছেন বলে জানানো হলেও, মাদ্রাসা কেন্দ্র থেকে কোনো রেজাল্ট জানানো হচ্ছে না।    

জাহাঙ্গীর আলমের বোন কল্পনা আক্তার বলেন,  আমরা একটু আগে জেনেছি ২৭৫ ভোটে পানির বোতল এগিয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ এসে রেজাল্ট পাল্টে ফেলে। আমাদের উপজেলা থেকে রেজাল্ট আনতে বলেছেন। প্রত্যাকটি কেন্দ্রের রেজাল্ট কেন্দ্রেই দেওয়া হয়েছে তাহলে কেন আমাদের কেন্দ্রেরটা কেন দেওয়া হবে না৷ ফলাফল ছাড়া আমরা সড়ক ছাড়ব না।  

এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হাফিজুল ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান খান বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল গণনা করে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ কেন্দ্রে মো. সহিদুল্লাহ উট পাখি মার্কায় ৬৮৯ এবং পানির বোতল প্রতিকে জাহাঙ্গীর আলম পেয়েছে ৫৯৫ ভোট। তাদের রেজাল্ট জানানো হয়েছে তবুও তারা মিথ্যা অভিযোগ এনেছেন।