যৌতুকের বলি.....(কবিতা)

কষ্ট পেয়ে কতো মেয়ে
নদীতে দেয় ঝাপ,
কেউ রাখে না কারো খবর
ভুলে না মা বাপ।
মেয়ে হয়ে জন্ম নেয়া
আজম্ম কি পাপ?
করতে চেয়ে সুখের সংসার
হয় না বেশি লাভ।
শাশুড়ি আর ননদ মিলে
মনে বাড়ায় তাপ,
স্বামী আবার বাড়ি ফিরে
মা’র কথায় দেয় চাপ,
লোভে পড়ে স্বামী আবার
দেয় য়ৌতুকের চাপ,
এনে দিতে না পারলে
মারে তখন সাপ।
স্বপ্ন ভুলে রুক্ষ চুলে
দুখ মনে দেয় লাফ,
কেঁদে চোখে বুকটা ভাসায়
সৃষ্টি কে দেয় শাপ।
লিখেছেন: কবি আবু তাহের
সাংবাদিক -আজকাল বাংলা
গাইবান্ধা