রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া মাদ্রাসার পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত  

রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া মাদ্রাসার পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত  
ছবি: সংগৃহীত
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাঙ্গুুনিয়া আলমশাহ পাড়া কামিল (এম এ) মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) রাতে মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠিত হয়। 
মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও অধ্যাপক মনিরুজ্জামানের সঞ্চালনায় মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. মু. গিয়াস উদ্দিন তালুকদার। 
প্রধান ওয়ায়েজিন ছিলেন, চট্টগ্রামের পটিয়ার চরকানাই হুজুর মাওলানা মু. হারুনুর রশিদ। 
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মু. মোজাহেদুল ইসলাম চৌধুরী, লালানগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, অধ্যাপক ড. মু. ফরিদ উদ্দিন ফারুক, সাবেক চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, এটিএম রেজাউল করিম, জসিম উদ্দিন তালুকদার, মাওলানা নুরুন্নবী, মাওলানা মু. আনোয়ার, ইঞ্জি: শফিউল আলম, খোরশেদ আলম তালুকদার ও ইলিয়াছ বিন রশিদ। 
প্রধান অতিথি অধ্যাপক ড. মু. গিয়াস উদ্দিন তালুকদার বলেন-দেশের ৮৫ শতাংশের বেশি মুসলমান, তাই ইসলামিক শিক্ষা আমাদের সকলের জন্য জরুরী। এ শিক্ষায় আমাদের ইহকাল পরকালের মুক্তি জীবনের শান্তি কল্যাণ ও আল্লাহর পথে চলতে মনুষ্যত্বের বিকাশে মানসিক ও মানবিকভাবে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলে। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এলাকার সাধারণ গরিব অসহায় বঞ্চিত মানুষ  দ্বীনি এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আলোকিত হচ্ছে। দীনি এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভকাঙ্খী সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
এসময় মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। 
এর আগে দুপুর ২টায় মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।