রাজধানীতে মাদক ও মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার

রাজধানীতে মাদক ও মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। রাজধানীর কদমতলী এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতাররা হলেন- মো. রাসেল আহম্মেদ (২৫) ও মো. আসিফ (১৯)। অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকা থেকে মলম পার্টি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন মো. হানিফ হোসেন (২৮) ও মো. নাদিম (২৬)।
রোববার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব। 
তিনি জানান, শনিবার (১৭ ডিসেম্বর) র‍্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
তারা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।
অন্যদিকে র‍্যাব-১০ এর অন্য একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় মলম পার্টির দুজন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুই কৌটা মলম, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতার ব্যক্তিরা শনিবার মো. রাব্বি (২২) নামে এক ব্যক্তির চোখে মলম লাগিয়ে তার কাছে থাকা মোবাইল ছিনতাইয়ের সময় র‍্যাবের হাতে গ্রেফতার হয়।
তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।