রাজধানীতে শহীদ বুদ্ধিজীবি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি।।রাজধানীতে বয়সভিত্তিক ক্রিকেট খেলা শহীদ বুদ্ধিজীবি গোল্ড কাপ অনূর্দ্ধ-১৩ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর দারুস সালাম থানার অর্ন্তগত সিদ্ধান্ত হাই স্কুলের মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা মাহাবুবুল আলম চাষী, বিশেষ অতিথি ছিলেন দারুস সালাম প্রোপার্টিজ এর চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন এবং বাংলাদশে কোচেস এসোসিয়েসন এর সভাপতি আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নাট্যাভনিতো মাহাবুবুল আলম চাষী বলেন, স্বাস্থ্য সকল সুখের মূল, খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো থকে। র্বতমান প্রজন্ম মোবাইলের প্রতি আকৃষ্ট । যার কারনে সব কিছু থেকে পিছিয়ে পড়ছে। একমাত্র খেলাধূলাই পারে সুস্থ ভাবে মানুষকে এগিয়ে নিয়ে যেতে।
শহীদ বুদ্ধিজীবি গোল্ড কাপ অনূর্দ্ধ-১৩ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট এর প্রশিক্ষক ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী শহীদ খান এবং দৈনিক আজকাল বাংলা নিউজ পোর্টালের সম্পাদক সিকদার সাদেকুর রহমান এবং গোল্ডেন বয়েজ একাডেমির উপদেষ্টা বাহাদুর মহিউদ্দিন মিঠু সহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শহীদ বুদ্ধিজীবি গোল্ড কাপ অনূর্দ্ধ-১৩ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচে ধানমন্ডি শেখ জামাল ক্রিকেট একাডেমি লিঃ এবং মিরপুর ক্রিকেট একাডেমি অংশগ্রহন করে। ম্যাচ শেষে শেখ জামাল ক্রিকেট একাডেমি ৯০ রানে জয় লাভ করলে অতিথিগণ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য গোল্ডেন বয়েস ক্রিকেট একাডেমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ঢাকা মেট্রোর তালিকাভুক্ত একটি একাডেমি হিসেবে ২০১০ইং সাল থেকে মিরপুর অঞ্চলে তৃনমূল পর্যায়ে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষন প্রদান ছাড়াও ক্রিকেটের প্রসারের জন্য এবং সকলকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন বয়সের মানসস্মত প্রতিয়োগিতার আয়োজন করে থাকে।