রাজধানীতে ৮৩৪ ক্যান বিয়ারসহ গ্রেফতার ১ মাদক ব্যবসায়ী

ডেস্ক রিপোর্ট।। রাজধানীর ভাষানটেক এলাকা হতে ৮৩৪ ক্যান বিদেশি বিয়ারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
আজ ৫ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে র্যাব-৪ রাজধানীর ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে ৮৩৪ টি বিয়ার ক্যান ০১ টি মোবাইল এবং ০১ টি সীমকার্ডসহ মো. রবি নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে।
র্যাব জানায়, রবি বেশ কিছুদিন যাবৎ অবৈধ পন্থায় বিদেশী মদ এবং বিয়ার রাজধানী ঢাকাসহ নিকটবর্তী এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।