রেজিয়া সুলতানার জন্মদিন উদযাপন করলো আমরা-৯২ সৈয়দপুর

রেজিয়া সুলতানার জন্মদিন উদযাপন করলো আমরা-৯২ সৈয়দপুর

জাহিদুল হাসান জাহিদ,স্টাফ রিপোর্টার।। রেজিয়া সুলতানা পেশায় একজন স্কুল শিক্ষক।তিনি উত্তর নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার কর্ম ব্যস্ততা এত বেশি যে, সে তার জন্মদিনটা পর্যন্ত ভুলে গেছে। রেজিয়া সুলতান হয়তো কর্ম ব্যস্ততায় বিশেষ দিনটির কথা ভুলে গেছেন। কিন্তু পৃথিবীতে কিছু  মানুষ থাকে বা আছে তাহারা আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধুবদের বিশেষ দিনের কথা কখনও ভুলে না। তেমনই রেজিয়া সুলতানা আঁখির জন্মদিনের কথা। হঠাৎ ৩০ জানুয়ারী  আমরা এসএসসি-৯২ ( সৈয়দপুর) এর আহ্বায়ক নুর মোহাম্মদ বাবু ফোনে রেজিয়া সুলতানা আঁখিকে বলে, বন্ধু তুমি আজ সন্ধায় আমার ব্যবসা প্রতিষ্ঠান বিউটি ড্রেস গ্যালারীতে একটু আসবে। সেই সঙ্গে অন্য বন্ধুদের ফোনে আসতে বলে। আখি সহ সব বন্ধুরা উপস্থিত। সবাই মিলে গল্প করছে এর মাঝে বাবু বলে আজ রেজিয়া সুলতানা আঁখির জন্মদিন। আঁখিকে সারপ্রাইজ দিতে এসব আয়োজন ও সব বন্ধুদের এক-আটঠা করা।সাথে সাথে উপস্থিত সবাই আঁখিকে শুভেচ্ছা জানায়। আঁখিকে জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চলে দোয়া,কেক কাটা,মিষ্টি মুখ করা। আর বন্ধুদের সারপ্রাইজে আঁখি বলে,কোন দিন জন্মদিন উদযাপন করা হয়নি। আজ বন্ধুদের এমন আয়োজনে দারুণ লাগছে, সকল বন্ধুকে ধন্যবাদ।