রাত পোহালেই পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদক।। আগামীকাল ১৭ অক্টোবর পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, দুইটি সংরক্ষিত মহিলা আসনে ৫ জন এবং ৪ টি সাধারণ সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সারা দেশের ন্যায় আগামী কাল ১৭ অক্টোবর সোমবার পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫টি উপজেলায় ৫টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি উপজেলায়,উপজেলা পরিষদ চত্বরে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।সুষ্ঠ,শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহনে পঞ্চগড় জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও রেব বাহিনী মোতায়েন থাকবে। পঞ্চগড় জেলার ৪৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান. মেম্বার,৩ টি পৌর সভার মেয়র ও কাউন্সিলর, ৫ টি উপজেলার পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণ ভোটার হিসেবে ভোট প্রদান করবেন। মোট ৬১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আবু তোয়াবুর রহমান (মটরসাইকেল মার্কা),স্বতন্ত্র হিসেবে হান্নান শেখ (চশমা মার্কা) ও দেলদার রহমান দিলু ( আনারস মার্কা)। দুইটি সংরক্ষিত মহিলা আসনে ৫ জন এবং ৪ টি সাধারণ সদস্য পদে পুরুশ ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।