রংপুরে আড়ম্বরপূর্ণভাবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এঁর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

তৌহিদুল ইসলাম, নিউজ করেসপনডেন্ট।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধার সন্তানদের একমাত্র অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এঁর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রংপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিশেষ আলোচনাসভা, জাঁকজমকপূর্ণ র্যালি ও উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বর্ণিল অনুষ্ঠান কর্মসূচির মধ্য দিয়ে এ দিনটি পালন করা হয়। রংপুর জেলা ও বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, তাঁদের সন্তানগণ ও পরিবারের সদস্যগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন যেনো মিলনমেলায় পরিণত হয়েছিলো।
বৃহস্পতিবার সকাল ১১টায় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব সদরুল আলম দুলু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এঁর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি রংপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোছাদ্দেক হোসেন বাবলু সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানগণ বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এঁর সভাপতি জনাব অজয় সরকার দুলুর সভাপতিত্বে এবং মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এঁর সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু জাকারিয়া জাকিরের সঞ্চালনায় উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা জনাব সদরুল আলম দুলু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রংপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ তৌহিদুল ইসলাম, মহানগর সন্তান কমান্ড এঁর প্রচার সম্পাদক জনাব মোন্তাসির পারভেজ, মহানগর শাখার মুক্তিযুদ্ধা স্মৃতি সংরক্ষন বিষয়ক সম্পাদক জনাব মোঃ তৌহিদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও সন্তানগণ সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত আলোচনা কর্মসূচি শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি বিশাল শোভাযাত্রা রংপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে শুরু হয়ে ডিসি'র মোড়ে অবস্থিত স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ ও সুরভী উদ্যানে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করার মধ্য দিয়ে রংপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়। এরপরে সকল অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে একসাথে মধ্যাহ্নভোজ এ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠান কর্মসূচি সফল করায় বীরমুক্তিযোদ্ধা গণ রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এঁর সভাপতি অজয় সরকার দুলু এবং সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির সহ মহানগর শাখার সকল সদস্যের ভূয়সী প্রসংসা করেন।