রংপুরে মুক্তিযোদ্ধা সন্তানের উপর হামলার ঘটনায় মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নিন্দা ও ক্ষোভ প্রকাশ

রংপুর ডেস্ক নিউজঃ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখার অন্তর্গত হাজিরহাট মেট্রোপলিটন থানা শাখা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান শাহ মোঃ মিজানুর রহমানের উপর দুঃষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জানা যায়, স্বাধীনতা বিরোধী ও স্থানীয় কিছু দুঃষ্কৃতিকারী দীর্ঘদিন ধরে মিজানুরের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের বিরোধিতা করে আসছিলো। মিজানুরের পরিবার জানান, গত পরশু সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে রংপুরের হাজিরহাট এলাকায় দুঃস্কৃতিকারীরা তার উপর অতর্কিতে হামলা করে। তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। বর্তমানে গুরুতর আহত অবস্থায় মিজানুর রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
হামলার খবর পেয়ে তাকে দেখতে রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি অজয় সরকার দুলু ও সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির দ্রুত হাসপাতালে ছুটে যান। তারা মিজানুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও চিকিৎসকদের সাথে কথা বলে পরবর্তী চিকিৎসা পন্থার বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।
রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্যরা একজন মুক্তিযোদ্ধা সন্তানের উপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিবৃতি প্রদান করেন। সেই সাথে এই ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
সমবেদনা প্রকাশ করে হামলায় আহত মিজানুরের চিকিৎসার বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।