রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বিউটিফুল রংপুর এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ

তৌহিদুল ইসলাম, নিউজ করেসপনডেন্ট।। মঙ্গলবার রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও স্বেচ্ছাসেবী সংগঠন বিউটিফুল রংপুর এর আয়োজনে রংপুর মহানগরের বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ গোলাম রব্বানী। মঙ্গলবার বিকেল ৪ টায় রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা প্রশাসনের পক্ষে রংপুর মহানগরের বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে তিনি কম্বল বিতরন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রংপুর জেলা ইউনিট কমান্ডার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সদরুল আলম দুলু। এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি অজয় সরকার দুলু, সাধারণ সম্পাদক ও বিউটিফুল রংপুরের উপদেষ্টা মোঃ আবু জাকারিয়া জাকির, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাংগঠনিক সম্পাদক শিবেন্দ্রনাথ বর্মন, বিউটিফুল রংপুরের প্রতিষ্ঠাতা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রচার সম্পাদক মোঃ মুনতাসীর পারভেজ অংকুর, সহ-প্রতিষ্ঠাতা ও রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আইন ও হিসাব নিরিক্ষা বিষয়ক সম্পাদক এজিএস আল-আমীন হিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক, বিউটিফুল রংপুরের সদস্য ও দৈনিক আজকাল বাংলার রংপুর ব্যুরো প্রধান জনাব মোঃ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ গোলাম রব্বানী বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের একমাত্র সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবী সংগঠন বিউটিফুল রংপুরের সাথে থেকে সবসময়ই নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন। তিনি সবাইকে সাধুবাদ জানান এবং এমন মহতী উদ্যোগে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।