রংপুরে শীতার্ত অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠন 'বিউটিফুল রংপুর'

তৌহিদুল ইসলাম, নিউজ করেসপনডেন্ট।। শুক্রবার রাতে রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের কাচারি বাজার ও কোর্ট এলাকায় শীতার্ত অসহায় মানুষদের কম্বল বিতরণ করেন বিউটিফুল রংপুর এর সদস্যরা। উক্ত এলাকায় পায়ে হেঁটে প্রায় দেড় শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিরতরণ করা হয়।
জানা যায়, এই গ্রুপের সদস্যগণ বেশীরভাগই বীর মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করাই তাদের মুল লক্ষ্য। সবুজ ও সুন্দর নগরী হিসেবে রংপুরকে গড়ে তোলা তাদের অন্যতম উদ্দেশ্য। তাইতো নিজেদের উপার্জন হতে প্রতিমাসে কিছু টাকা সঞ্চয় করে বিভিন্ন সময়ে এমন মহৎ উদ্যোগ নেয় বিউটিফুল রংপুরের সদস্যরা।
এবারের এই তীব্র শীতে তাদের সহযোগিতা করেছে রংপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এই স্বেচ্ছাসেবী সংগঠন। বিউটিফুল রংপুর বিভিন্ন সময়ে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ, মানুষকে রক্ত দান ও রক্ত যোগাড় করতেও সহযোগিতা করেন তারা।
এসময় অন্যান্য সদস্যদের সাথে উপস্থিত ছিলেন বিউটিফুল রংপুর এর প্রতিষ্ঠাতা জনাব মোন্তাসীর পারভেজ অংকুর, উপদেষ্টা জনাব মোঃ আবু জাকারিয়া জাকির এবং বিউটিফুল রংপুরের কার্যকরী সদস্য ও দৈনিক আজকাল বাংলার রংপুর ব্যুরো প্রধান জনাব তৌহিদুল ইসলাম। যারা প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধার সন্তান।
বিউটিফুল রংপুর এর উপস্থিত একাধিক সদস্য জানান, তারা চায় নিজেরা আলোকিত মানুষ হতে এবং সেই আলোকিত মানুষের ছোঁয়ায় একটি আলোকিত সমাজ গড়তে। চারপাশে অনেক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে। যদি প্রত্যেকে নিজের অবস্থান থেকে সকলের পাশে দাঁড়াই তাহলে কেউ আর অসহায় হবে না, কেউ আর সুবিধা বঞ্চিত থাকবে না। আর এভাবেই সমাজে সৃষ্টি হবে ভ্রাতৃত্বের বন্ধন এবং ভালোবাসা।
রংপুরকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময় বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন তারা। এছাড়াও ঝড়েপড়া শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে শিশুদের অক্ষরজ্ঞানসম্পন্ন করতে কাজ করছে বিউটিফুল রংপুর।
সফলভাবে মানবিক এ আয়োজন সম্পন্ন করার জন্য বিউটিফুল রংপুরের প্রতিষ্ঠাতা জনাব মোন্তাসীর পারভেজ জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।