রাষ্ট্রদ্রোহের অভিযোগে ভিপি নুরুল হকের বিরুদ্ধে মামলা

রাষ্ট্রদ্রোহের অভিযোগে ভিপি নুরুল হকের বিরুদ্ধে  মামলা
ছবি: সংগৃহীত

সিলেট অফিস ।। ‘বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র’ এবং ‘রাষ্ট্রদ্রোহের’ মতো ভয়ংকর অভিযোগ এনে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হকের বিরুদ্ধে সিলেটে মামলার আবেদন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরীর কোতেয়ালি থানায় এই অভিযোগে মামলার আবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইমন আহমদ।
মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাহের।
তবে এ ধরনের মামলা রেকর্ড করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। ফলে নুরুল হকের বিরুদ্ধে এখনই মামলাটি রেকর্ড করা হচ্ছে না।
এ প্রসঙ্গে মো. আবুল কাহের বলেন, রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন পেয়েছে পুলিশ। তবে এই মামলা রেকর্ড করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন। আবেদনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল হকের বিরুদ্ধে ইমন আহমদের অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩ জানুয়ারি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে দেখতে পান যে নুরুল হক পবিত্র হজ পালনের কথা বলে বিদেশ সফরে গিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফান্দির সঙ্গে ‘বৈঠক’ করেছেন। ‘বৈঠকে বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র’ হয়েছে।
এ ছাড়াও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নিপীড়িত ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সব সময় থাকলেও ইসরায়েল ও মোসাদের ‘সহযোগিতায়’ নুরুল হক ও তাঁর রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ ‘রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে’ লিপ্ত রয়েছেন। এটি ‘রাষ্ট্রদ্রোহের শামিল’।