এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের নুরু মিয়ার ফল দোকান নামক ফলের দোকানে দেশী মদসহ ২জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার পরে চন্দ্রগঞ্জ নিউমার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে’র উত্তর পাশের নুরু মিয়ার ফল দোকান থেকে এই দুই জনকে গ্রেপ্তার করা হয়। এসআই দুলাল জানান, তাদের থেকে ১ বোতল চোলাই মদ (দেশী মদ) উদ্ধার করা হয়।
এর আগেও গত বছর পাশের ফল দোকান থেকে দুই জনকে চোলাই মদ সহ গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়ভাবে কয়েকজন জানায়, “ইফতারির সময় দেশী মদসহ দুই জনকে থানায় নিয়ে যায়, চন্দ্রগঞ্জ থানা পুলিশ।