লক্ষ্মীপুরে কোল্ড স্টোরেজ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে কোল্ড স্টোরেজ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

 এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। লক্ষ্মীপুরে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চর রমনী মোাহন ইউনিয়নে মজুচৌধুরীহাট এলাকায় পরিত্যাক্ত একটি কোল্ড স্টোরেজ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে কয়েকজন শিশু ভেতরে ফুটবল খেলতে গেলে লাশটি দেখে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্বার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই থেকে তিন আগে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।