লক্ষ্মীপুরে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু 

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু 
ছবি: সংগৃহীত

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। লক্ষ্মীপুরে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় মো. আজিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয় মো. রানা ও রিয়াজ হোসেন নামে আরও দুই শিক্ষার্থী। এদের মধ্যে রিয়াজের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে চিকিৎসক।

শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে মোবাইলে সড়ক দুর্ঘটনা ও শিক্ষার্থীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদ উদ্দিন।

নিহত শিক্ষার্থী আজিম হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (১নং ওয়ার্ড) আঠিয়া তলী গ্রামের বাবুল হোসেনের ছেলে ও চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহতরা একই গ্রামের বাসিন্দা।

এর আগে পৌনে ৮টার দিকে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের বটতলী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম ও তার বন্ধুরা বিকেলে দুইটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। মেলা থেকে আসার পথে বটতলী বাজার এলাকায় পৌঁছলে ড্রাম ট্রাক আজিমের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজিমের মৃত্যু হয়। আহত হয় বন্ধু রানা ও রিয়াজ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওহিদ উদ্দিন  জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত হয় আরও দুই ব্যক্তি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক চালক ও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে হাইওয়ে পুলিশ এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।