লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। লক্ষ্মীপুর জেলা কারাগারের সামনে পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম মিয়া (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। তাঁর বাড়ী শরিয়তপুর জেলায় বলে তাৎক্ষণিকভাবে জানা যায়।
তিনি লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, ঢাকা-রায়পুর সড়কে জেলা কারাগারের সামনে সিএনজি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে সামনে থেকে আসা দ্রুতগামী পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইব্রাহিম মিয়া নিহত হয়।
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, মোটরসাইকেল ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে।
আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে আইন আনুগ ব্যবস্থা নেয়া হবে।