শেখ হাসিনার জনসভায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে কক্সবাজার জেলা কৃষকলীগের অংশগ্রহণ

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।। কক্সবাজার জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জননেত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে ১০ হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
বুধবার (৭ডিসেম্বর) সকাল ১০ টার মধ্যে
সকল উপজেলার সভাপতি ও সম্পাদকের নেতৃত্ব কক্সবাজার পৌর-প্রিপ্যারাটরী স্কুলের মাঠে জমায়েত হন
নেতাকর্মীরা। এরপর এসব নেতাকর্মীদের নিয়ে শেখ হাসিনার জনসভায় উদ্দেশ্যে রওনা হন আতিক উদ্দিন চৌধুরী।
জনসভায় যোগদানের আগে উপস্থিত
কৃষকলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী।
মিছিলে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, মোঃ জাকারিয়া চৌধুরী, কৃষিবিদ সুজন কল্যাণ বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাচ্চু, মোঃ রিয়াজ মোর্শেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোর্শেদুর রহমান খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.শাহাদত হোছাইন, সহ-প্রচার ফারুক আহমদ, পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক আব্দুল গফুর হেলালী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আফলাতুন সিকদার, সদস্য ইয়াকুব আলী ইমন, ইমাম হোসাইন প্রমুখ। এছাড়া, কুতুবদিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক কায়সার সিকদার, যুগ্ন-আহবায়ক মাহবুব সিকদার, পেকুয়ার সভাপতি শাহেদুল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক আমিরুল খোরশেদ চৌধুরী, চকরিয়া পৌরসভা সভাপতি সুলাল চন্দ্র সুশীল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক লোটাস, সদর সভাপতি সেলিম উল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুকুল, রামু সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জুয়েল ধর, মহেশখালী সভাপতি অধ্যক্ষ সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা সভাপতি মোঃ হাসান আলী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, শহর সভাপতি এরশাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, চকরিয়া উপজেলা সভাপতি আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রাসেল, টেকনাফ সভাপতি জাহেদুল ইসলাম সম্রাট, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।
এদিকে, জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার জনসভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে কৃষক লীগ মাঠে অগ্রণী ভুমিকা রাখবে। শেখ হাসিনা সরকার কৃষককে সবকিছু দিয়েছে যা বিএনপি-জামায়াত সরকার দিতে পারেনি। কৃষি, কৃষক ও দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে তথা আওয়ামী লীগকে যেকোন মুল্য আবারো ক্ষমতায় আনতে আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার কোন বিকল্প নাই। আগামীতে বিরোধী দলের সন্ত্রাসী ও নৈরাজ্য ঠেকাতে কৃষকলীগ রাজপথে থাকবে আশ্বাস প্রদান করেন তিনি।