মোঃ নাহিদ হোসেন। শরীয়তপুর প্রতিনিধি।।নিজ হাতে নিজ বসত ঘরে বোমা তৈরির সময় বোমা বিস্ফোরন হয় বোমা বানানোর সময় হঠাৎ বোমার বিস্ফোরনে গুরুতর আহত হয়েছেন ইমরান খালাসি নামে এক যুবক।
বুধবার ২১ডিসেম্বর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধপুড়িয়া কাচারী কান্দী গ্রামে বোমা বানানোর সময় এ বিস্পফারণ ঘটে। ইমরান খালাসি চরধপুড়িয়া কাচারী কান্দী গ্রামের শামচু খালাসির ছেলে। এ ঘটনায় যুবকের চোখ-মুখ, বুক ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম হয়। এসময় বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থল টিনের ঘরটির টিনের বেড়া সহ চাল উড়ে যায়। জাজিরা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আহত ইমরান খালাসি বিক্রির জন্য দীর্ঘদিন বোমা তৈরি করতো, আবার কেউ জানিয়েছে প্রতিপক্ষ কে ঘায়েল করার জন্য ইমরান বোমা বানায়,
অহত অবস্থায় ইমরান খালাসীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যায়। অপরদিকে বিস্ফোরনের বিকট শব্দে জনসাধরনের মাঝে চাঞ্চল্য ও আতংক সৃষ্টি হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বিস্ফোরনের পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠানো হয় এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি ও আলামত উদ্ধার করেছেন। এ ঘটনায় মামলা হবে যা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।