শহিদ বুদ্ধিজীবীদের প্রতি রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এঁর শ্রদ্ধা নিবেদন

তৌহিদুল ইসলাম, নিউজ করেসপনডেন্ট।। ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবসে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে।
১৯৭১ সালের ৩০ এপ্রিল রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা ব্রিজের কাছে পাকিস্তানি হানাদার বাহিনী কারমাইকেল কলেজের চারজন শিক্ষক অধ্যাপক সুনীল বরণ চক্রবর্তী, অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী, অধ্যাপক চিত্তরঞ্জন রায় এবং অধ্যাপক কালাচাঁদ রায় এবং তার সহধর্মিণী মঞ্জুশ্রী রায় কারমাইকেল কলেজ ক্যাম্পাস থেকে ধরে এনে গুলি করে নির্মম ভাবে হত্যা করে। রংপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ বীরমুক্তিযোদ্ধা মুখতার ইলাহীর নাম জড়িত।
এছাড়াও আরও কিছু স্থানে গণহত্যা সংঘটিত হয় যথাক্রমে জাফরগঞ্জ, নিসবেতগঞ্জ, ঘাঘটপাড়, লাহিড়ীরহাট, সাহেবগঞ্জ, জয়রাম আনোয়ার মৌজা, পদ্মপুকুর, বলারখাইল প্রমুখ স্থানে।
যে সকল গুণীজন দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন শহীদ বুদ্ধিজীবী দিবসে রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এঁর পক্ষ থেকে রংপুর টাউনহল সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এঁর সভাপতি অজয় সরকার দুলু, সহ-সভাপতি খোন্দকার মাহামুদ ইলাহী বিপ্লব, সাধারন সম্পাদক মোঃ আবু জাকারিয়া জাকির, যুগ্ন সাধারন সম্পাদক প্রকাশ দাস পিন্টু, সাংগঠনিক সম্পাদক শিবেন্দ্রনাথ বর্মন, অর্থ সম্পাদক মোঃ মোস্তফাজামান রনি, মুক্তিযুদ্ধা স্মৃতি সংরক্ষন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মুনতাসীর পারভেজ অংকুর,সদস্য শামীম চৌধুরী, মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা শাখার সভাপতি মীর ইফতেখারুল পল্লব, সাধারণ সম্পাদক উলফাত হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম,মোঃ হাফিজুর রহমান, পরশুরাম থানার সপন চন্দ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।