পোড়াতত্ত্ব
শাহীন শওকত
তুমি কি পোড়ো আগুনে ?
কবিতায় যাকে বলা যায় অনল প্রবাহ
সেই অগ্নিশিখা তোমাকে কি দাহ করে
উত্তাপ উষ্ণতা দেয় ?
প্রবল ঘোরের মধ্যে মাঝে মাঝে
তোমাকে জ্বলতে দেখি ঘরে বারান্দায়
বাতাসে ছড়িয়ে পড়ে তোমার জ্বলন্ত
দীর্ঘশ্বাসগুলি
তখন তোমাকে দূরাকাশে নক্ষত্রের আলো মনে হয়
সেই আলোকের দীপ্তিরাশি
উড়ে আসে আমার অফিস ঘরে
মূল্যবান নথি কাগজের স্তূপ
সব পুড়ে যায়
আমিও যে পুড়ি নিজের ভেতরে
আমার পরম একাকিত্ব নিয়ে ।