সংকটে ভয় পেলে চলবে না: প্রধানমন্ত্রী

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। সংকট আসবে, সংকটে ভয় পেলে চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ই ডিসেম্বর) ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী ।
তিনি বলেন, জনগণের সহযোগিতায় আমরা করোনা মহামারি সফলভাবে মোকাবেলা করেছি। বর্তমানে বৈশ্বিক মন্দা চলছে। এ মন্দাও দেশের জনগণকে নিয়ে আমরা মোকাবেলা করবো।
তিনি আরও বলেন, দেশে বিনামূল্যে ৩৪ কোটি করোনাভাইরাস টিকা প্রদান করা হয়েছে। দেশ এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২২ হাজার ডাক্তার এবং ৪০ হাজার নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রাখা এবং ব্যবসা-বাণিজ্য যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্য এখন পর্যন্ত আমরা ২৮টি প্যাকেজের আওতায় ১ লাখ ৮৭ হাজার ৬৭৯ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি।
তিনি আরও বলেন, গার্মেন্টসসহ অন্যান্য শিল্পকারখানার শ্রমিকদের বেতনভাতা নিশ্চিত করা হয়েছে। ৫০ লাখ প্রান্তিক মানুষকে দুই দফায় আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল। ৩০০ আসনের মধ্যে তারা মাত্র ৩০টি আসন পেয়েছিল। একইভাবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও জনগণ বিএনপি-জামায়াত জোটকে ভোট দেয়নি। জনগণের দ্বারা প্রত্যাখাত হয়ে তারা এখন অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রাখা এবং ব্যবসা-বাণিজ্য যাতে সঠিকভাবে পরিচালিত হয় সে জন্য ২৮ টি প্যাকেজের আওতায় ১ লাখ ৮৭ হাজার ৬৭৯ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি।