সকলের আর্থিক সহযোগিতায় সুস্থ হয়ে ফিরে আসুক সৈয়দপুরের মিঠু

সকলের আর্থিক সহযোগিতায় সুস্থ হয়ে ফিরে আসুক সৈয়দপুরের মিঠু

জাহিদুল হাসান জাহিদ,স্টাফ রিপোর্টার।। নীরফামারীর সৈয়দপুরের সাংস্কৃতিক জগতের উজ্জ্বল তারা বহু গুনের অধিকারি শিল্পী,গীতিকার, সুরকার কবি,গিটারিস্ট শিক্ষক।যার হাতে অনেক শিল্পী আজ প্রতিষ্ঠিত মিউজিশিয়ান। যার গিটারের তারে বেজে উঠতো সুরের মূর্ছনা। সেই বহু প্রতিভার পর্দার আড়ালের নিরহংকার যুবক মো.মোশারফ হোসেন মিঠু। গিটার মিঠু নামে পরিচিত। বাড়ি বাঁশবাড়ি এলাকায়। তার নিজের একটি ব্যান্ড রয়েছে নাম কার্নিভাল।সেই মিঠু আজ কিডনি রোগে আক্রান্ত।তার দেহ নামের গিটারের তারে ধরেছে  কিডনি রোগ। সে আজ কিডনি রোগে আক্রান্ত হয়ে কখনও হাসপাতালের বিছানায় বা বাসার খাটের বিছানায় শুয়ে শুধু সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আমায় সুস্থ করে দাও। সৃষ্টিকর্তা ছাড়া তো আর তার কোন উপায় নাই। কারণ মিঠু যে  রোগে আক্রান্ত তার চিকিৎসা দারুণ ব্যয়বহুল। তার কিডনি নিয়মিত ডায়ালাইসিস করতে বহু টাকা লাগছে। রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইতে রেখে ব্যয়বহুল চিকিৎসার ব্যয় ভার বহন করতে করতে তার পরিবার এখন নিঃস্ব হয়ে গিয়েছে।

অসহায় মিঠুর পরিবার ও তার চিকিৎসা সেবায় সমাজের বিত্তবানদের পাশাপাশি সবাইকে আর্থিক সহযোগিতার আবেদন করেছে তার পরিবার ও সামাজিক সংগঠন গুলো।

আপনার সহযোগিতায় সুস্থ হয়ে আবার ফিরে আসুক আমাদের মোশারফ হোসেন মিঠু ওরফে " গীটার মিঠু। মিঠুর সুস্থতার জন্য দোয়া এবং আর্থিক ভাবে সাহায্যের জন্য আবেদন থাকলো সবার কাছে। আর্থিক সহযোগিতা পাঠান মিঠুর ব্যক্তিগত বিকাশ নাম্বারে। বিকাশ- ০১৭৪৮৬৮৯৮৬৫ / ০১৩২৬০১৩৫৩৭