সংগীতশিল্পী নোবেল গ্রেফতার

সংগীতশিল্পী নোবেল গ্রেফতার
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।। গ্রেফতার হয়েছেন বহুল আলোচিত সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেল। কোনভাবেই বিতর্ক তাকে পিছু ছাড়ছে না। এবার অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে করা হয় মাইনুল আহসান নোবেল এর বিরুদ্ধে। সেই অভিযোগেই তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ মে) সংগীতশিল্পী নোবলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। 

এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল বিরুদ্ধে মামলা হয়েছে। অগ্রিম প্রায় দু লাখ টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। 

গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার মামলা করেন।