সাঘাটা-ফুলছড়িকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই-মাহমুদ হাসান রিপন,এমপি

আবু তাহের, স্টাফ রিপোর্টার:জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগি পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষক নিয়োগের আর ঘুষ কিংবা উৎকোচ দিতে হয় না।
সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বাসী প্রাণের দাবি রামসাগর ট্রেন চালুর ব্যাপারে আমি ইতি মধ্যে রেল মন্ত্রীর সাথে কথা বলেছি। অচিরেই রামসাগর ট্রেন চালু হবে ইনশাআল্লাহ।
এছাড়াও বিশেষ প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের উন্নয়নে নদী তীরবর্তী এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করাসহ একটি মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ^বিদ্যালয় করার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সাঘাটা-ফুলছড়িকে উন্নত আধুনিক সমৃদ্ধ শালী উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানানোর জন্য নৌকা মার্কায় ভোট প্রদানের আহŸান জানান। ২৬ ফেব্রæয়ারি উপজেলার বোনারপাড়া সরকারি কলেজ চত্বরে অধ্যক্ষ ফরহাদ রাব্বীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোনারপাড়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা আওয়ামিলীগ সভাপতি এস.এম.শামসীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, সাবেক সহকারি অধ্যাপক শাহজাহান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক শরিফুল ইসলাম মাজু ও রকিবুদ্দৌলা প্রমুখ। ঐদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ে¬¬¬র অধীনে প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে বোনারপারা ইউনিয়নের দলদলিয়া গ্রামের দুটি গ্রামিন কাঁচা রাস্তা এইচ বিবি করণ প্রকল্পের উদ্বোধন করেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামসিল অরেফিন টিটু,সা:সম্পাদক নাছিরুল আলম স্বপন, সহ-সভাপতি হায়দার আলী ও বোনারপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান আ:ওয়ারেছ প্রধান,আহসান কবির, ঠিকাদার ওহেদুজ্জামান মন্ডল সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।