সাঘাটা বাজারের চুরি যাওয়া মোবাইল ও ল্যাপটপ উদ্ধার ॥ গ্রেফতার- ১

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার সাঘাটা বাজারস্থ হাসপাতালের পাশে গত ০২ তারিখ মংগল বার হাজি মার্কেটে ফাহাদ টেলিকম এন্ড ইলেক্ট্রনিকস দোকানের চুরি যাওয়া মোবাইল ও ল্যাপটপ আজ বৃহস্পতিবার উদ্ধার করেছে সাঘাটা থানা পুলিশ।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেনের নেতৃত্বে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এস আই তফিজ উদ্দিন, জহুরুল, গোলাম মোস্তফা, কামরুজ্জামান এএস আই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স কনস্টেবল মেহেদি হাসান, লাবলু, কালিদাশ চন্দ্র বর্মন ও নুর আলম, গতকাল বৃহস্পতিবার ভোর অনুমান ৫ টায় চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধারসহ রাকিব নামের চোরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি সাঘাটা উপজেলার কামালের পাড়া (আগপাড়া) গ্রামের ফারুক মিয়ার ছেলে রাকিব (২১) এর দেয়া তথ্য মতে বিভিন্ন মডেলের ১৬ টি টাচ মোবাইল একটি ডেল ল্যাপটপ তার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে।
পরে গ্রেফতারকৃত চোর রাকিবকে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে।