সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনে ইয়াবা পাচার : চালক ও হেলপার আটক

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার, ১৪ অক্টোবর।। কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহি সেন্টমার্টিন হেরিটেজ পরিবহন যোগে পাচার কালে ৮ হাজার পিস ইয়াবাসহ বাস চালক ও তার হেলফারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন, বাসের চালক ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরপা এলাকার মোহাম্মদ আলীর ছেলে শুকুর আলী (৪৫) এবং তার সহযোগী কক্সবাজারের টেকনাফ থানাধীন বরইতলী এলাকার আবুল কাশেমের ছেলে রফিক (৩০)।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে রামু উপজেলার পানিরছড়া এলাকার এরশাদ ফিলিং স্টেশনে ওই বাসে অভিযান চালানো হয়।
সুত্রে জানা গেছে, কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টীম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু পানিছড়া এরশাদ ফিলিং স্টেশনে সেন্টমার্টিন হেরিটেজ পরিবহন বাসে অভিযান চালায়। এসময় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ দুইজন কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য
২৪ লাখ টাকা। এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, কক্সবাজার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাত্রীকালীন লাক্সারিয়াস পরিবহন গুলোতে চালক এবং বাসের সংশ্লিষ্টদের যোগসাজশে ইয়াবা পাচার হয়ে আসছে। এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারি করে অবশেষে সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের বাসের চালকের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনের সাথে জড়িত তার সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।