সাবেক স্ত্রীসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সাবেক স্ত্রীসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার 
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:রাজধানীর রামপুরা ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত মাদক কারবারিকে সাবেক স্ত্রীসহ গ্রেফতার  করেছে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, মো. উজ্জল ওরফে উত্তম শাহা (৫৩) ও তার সাবেক স্ত্রী রত্না ওরফে মোছা. রত্না (৪৫)। এক সময়ে দুজনে মিলে মাদকের ব্যবসা করলেও ২০২০ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।
বৃহস্পতিবার দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার  করা হয়। এ সময় গ্রেপ্তার উজ্জল ওরফে উত্তম শাহ ‘র কাছ থেকে ১৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-২ এর সিনিয়র সহকারী মিডিয়া কর্মকর্তা মো. ফজলুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ২০১৭ সালে উজ্জল ও রত্না দম্পতি বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার  হয়। তারা এক বছর কারাভোগের পর জামিনে বের হয়ে আবারও মাদক ব্যাবসায় জড়িয়ে পড়ে। এই ঘটনায় রাজধানীর মিরপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- ৩৮ মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরবর্তীতে মাদক মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের যাবজ্জীবন কারদন্ড দেয়। যাবজ্জীবন গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে তারা ছদ্মবেশে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে  মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে রাজধানীর রামপুরা ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. উজ্জল ওরফে উত্তম শাহা (৫৩), পিতা-মৃত নরেশ সাহা ও তার সাবেক স্ত্রী রত্নাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার আসামিদ্বয়ের মধ্যে ২০২০ সালে বিবাহ বিচ্ছেদ হয়। গ্রেফতারকৃত আসামিরা মাদক মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এছাড়াও গ্রেফতার  উজ্জল র‌্যাবকে জানিয়েছে  তার বিরুদ্ধে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট  থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।