স্বপ্ন পূরন ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ

স্বপ্ন পূরন ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।।প্রকৃতির খেয়ালে হিমশীতল বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে।  ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। অসহায় ও দুস্থদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্তদের পাশে দাঁড়াল স্বপ্ন পূরণ ফাউন্ডেশন।

শুক্রবার দিন গতরাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় , ঢাকা মেডিকেল ও  আশপাশ এলাকায়  অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন স্বপ্ন পূরন ফাউন্ডেশন এর প্রধান উদ্যোক্তা নিগার সুলতানা।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্য নিগার সুলতানা বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।