সুরমা নদীতে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস'র পোনামাছ অবমুক্তকরণ 

সুরমা নদীতে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস'র পোনামাছ অবমুক্তকরণ 
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি।। এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর পূর্ব ঘোষিত জাতীয় সেবা মাস উপলক্ষে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের উদ্যোগে সুরমা নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। 

  শনিবার (২৯ অক্টোবর)  বেলা দেড়টায় ক্বীন ব্রিজের নিচে সার্কিট হাউজ সংলগ্ন সুরমা নদীতে  মাছের পোনা অবমুক্ত করা হয়। 

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান। 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসার কৃষিবিদ ফজলে মঞ্জুর ভূঁইয়া, এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এপে. এম. এ. হান্নান, এপেক্স বাংলাদেশ জেলা-৪ সেক্রেটারী এপে. এমদাদুর রহমান, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর সাবেক সভাপতি এপে. এড. আব্দুল খালিক, সেক্রেটারী এপে. মনিরুজ্জামান রাসেল, বোর্ড ডিরেক্টর এপে. হোসেন আহমদ প্রমূখ।
গ্রীণ হিলস ক্লাবের আয়োজনে বিভিন্ন সেবা কার্যক্রমের অংশ হিসেবে সিলেট নগরীর ৩৯ নং ওয়ার্ড এর বিভিন্ন মসজিদের পুকুরেও পোনামাছ অবমুক্ত করা হয়।