সিলেটের বহুল আলোচিত মন্দিরের আপিল মামলার রায় প্রকাশ

সিলেটের বহুল আলোচিত মন্দিরের আপিল মামলার রায় প্রকাশ
ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো।। সিলেট মাছুদিঘীর পাড়স্থ শ্রী শ্রী গোবিন্দ জিউ ও শ্রীমন মহাপ্রভুর মন্দিরের বহুল আলোচিত আপিল মামলার রায় প্রকাশ করা হয়েছে।

শ্রী শ্রী গোবিন্দ জিউ ও শ্রীমন মহাপ্রভুর মন্দির মাছুদিঘীর পাড় , সিলেট এর পক্ষে উক্ত মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী সূর্যকুমার দাস এর উত্তরসূরী শ্রী সত্যসুন্দর দাস (এডভোকেট) গং এবং শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার মধ্যে উক্ত মন্দির উন্নয়ন, সংস্কার এবং পরিচালনার বিষয়ে একটি দ্বিপাক্ষিক রেজিষ্টার্ড (চুক্তি নং- ১০৯৭২, তাং- ১৩/১০/২০১৪) চুক্তি সম্পাদিত হয় । উক্ত চুক্তিপত্রের বলে ৬/১১/২০১৫ তারিখে ২২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি এবং ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে কিশোর কুমার চৌধুরী গং বাদী হয়ে উক্ত চুক্তিপত্র নামীয় দলিল ও চুক্তিপত্রের আলোকে গঠিত পরিচালনা কমিটি বাতিল এর জন্য উর্ধতন সহকারী জজ সদর আদালত সিলেট বরাবর একটি মামলা (সত্ব মামলা নং- ২১৮/২০১৫) দায়ের করেন ।

উক্ত স্বত্ব মামলা দুই তরফা সুত্রে ২২/১০/২০১৯ তারিখ আদালত মামলা খারিজ করিয়া তার রায়ে উক্ত চুক্তি (চুক্তি নং- ১০৯৭২, তাং- ১৩/১০/২০১৫) এবং এর আলোকে গঠিত পরিচালনা কমিটি বহাল ঘোষণা করেন।

এই রায়ের বিরুদ্ধে বাদীপক্ষ কিশোর কুমার চৌধুরী গং আবার জেলা জজ আদালত, সিলেট এ স্বত্ব আপীল নং- ২৩৮/২০১৯ দাখিল করিলে জেলা জজ আদালত উক্ত মামলা অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতে বদলি করেন। উভয়পক্ষের শুনানীক্রমে আদালত বিগত ১৩/১১/২০২২ তারিখ উক্ত আপীল খারিজ করেন।

ফলে মন্দিরের প্রতিষ্টাতা সেবায়েত পক্ষ এবং শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখার মধ্যে সম্পাদিত চুক্তি এবং চুক্তিবলে গঠিত মন্দির পরিচালনা ও উপদেষ্টা কমিটি বহাল বলিয়া বিবেচিত হয়। এতে বাদী পক্ষের আবেদন সম্পুর্ণ অযৌক্তিক ও অবৈধ বলিয়া প্রমানিত হয়।