সিলেটে সুইসাইড নোট লিখে কিশোরীর আত্মহত্যা

সিলেটে ব্যুরো।। সিলেট নগরীর সুবিদবাজার নুরানী আবাসিক এলাকায় ১৩ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে হৃদয়বিদারক ‘সুইসাইড নোট’ লিখে গেছে সে। এই নোটটি পুলিশ উদ্ধার করেছে।
জানা গেছে, জান্নাত আরা শিপা নামের ওই কিশোরী নুরানী আবাসিক এলাকার ৫১/১০নং বাসায় পরিবারের সঙ্গে থাকতো। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছিলেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির। তিনি জানান, শিপার হাতের লেখার সঙ্গে সুইসাইড নোটের লেখা মিলে গেছে। এখন নোটটি যাচাই করে দেখা হচ্ছে।