সৈয়দপুরে আনন্দ উল্লাসে মডার্ণ স্পোর্টিং ক্লাবের মহান বিজয় দিবস উদযাপন

জাহিদুল হাসান,স্টাফ রিপের্টার।। নীলফামারীর সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে নানা ধরনের খেলা-ধুলার মাধ্যমে নিচুকলোনী মডার্ণ স্পোর্টিং ক্লাব উদযাপন করলো মহান বিজয় দিবস ও ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার(২০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দিনব্যাপী নিচুকলোনী মডার্ণ স্পোর্টিং মাঠে প্রধান অতিথি চিরিরবন্দর উপজেলার চেয়ারম্যান ও মডার্ণ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো.তারিকুল ইসলাম তারিক জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো.রাশেদুজ্জামান রাশেদ,নীলফামারী জেলা পরিষদের সদস্য মো.মিজানুর রহমান লিটন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ,সংরক্ষিত নারী কাউন্সিলর ইয়াসমিন পারভীন,৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান রাজা সৈয়দপুর কলেজের সাবেক ভিপি ও সৈয়দপুর ক্রীড়া সংস্থার সদস্য মো.সবুর আলম,মরহুম মুক্তিযোদ্ধার সহধর্মীনি রোকেয়া আলম,মুক্তিযোদ্ধার সন্তান এস,এম ফজলুল হাসান,মরহুম মুক্তিযোদ্ধার জামাতা হাসানুজ্জামান আনু, ,বন্ধু ফার্মেসি ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মো.শফিকুল ইসলাম ও মশিউর রহমান।
ক্লাবের সভাপতি জাহিদুল হাসান জাহিদের উপস্থাপনায় এবং জয়নাল আবেদীন ও ইমারতের সহায়তায় ১২টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করা হয়।
সুজনের প্রজ্বলিত মশাল দৌড় এবং জেরিন ও তার দলের দেশাত্ববোধক গানের ডিসপ্লের মাধ্যমে দিনের প্রথম ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ হয়।
এসময়, শত শত শিশু,কিশোর,যুবক,যুবতী,বৃদ্ধা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
রাতে অতিথিদের আলোচনা সভা এবং স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিশুদের গজল,কবিতা,ছড়া শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে উপহার তুলে দেন।
প্রতিযোগিতার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন,নিচুকলোনী জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মো.মিজানুর রহমান।
পরে মডার্ণ স্পোর্টিং ক্লাবের ৩০ বছর পূর্তী উপলক্ষে লটারী ড্র অনুষ্ঠিত হয়। এই লটারীতে প্রথম বিজয়ী একটি মোবাইল সেট এবং বাকি ত্রিশজন ৩০টি আর্কষণীয় পুরুস্কার পান।
এসময় ,মডার্ণ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সজীব হোসেন,যুগ্ন-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন,অর্থ সম্পাদক জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক সাজু ইসলাম,প্রচার সম্পাদক সুজন,ক্রীড়া সম্পাদক রাজু ও আশিক,সাংস্কৃতিক সম্পাদক পারভেজ, সদস্য বাপ্পী, হাফিজুল সহ এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।