সৈয়দপুরে একটি গোডাউনের ছাদের টিন সীমানা লঙ্ঘনের অভিযোগ

সৈয়দপুরে একটি গোডাউনের ছাদের টিন সীমানা লঙ্ঘনের অভিযোগ

জাহিদুল হাসান জাহিদ,স্টাফ রিপোর্টার।। নীলফামারীর সৈয়দপুরে এক ব্যবসায়ীর গোডাউনের ছাদের টিন সীমানা অতিক্রম করে পাশের জমির সীমানার ভিতরে যাওয়ার লিখিত অভিযোগ পাওয়া যায়।

এই অভিযোগ করেন ৮নং ওয়ার্ড  বিমানবন্দর সড়ক এলাকার স্থানীয় বাসিন্দা মৃত মফিজ উদ্দীন চৌধুরীর বড় সন্তান মো.ফজলুল রহমান চৌধুরী।

ফজলুল রহমান চৌধুরী জানান,আমার বাড়ীর পাশে একটি গোডাউন নিমার্ণ করেন বিউটি সাইকেল স্টোর মালিক। গোডাউনের ছাদে যেভাবে  টিন লাগানো হয়েছে,বৃষ্টি হলে ঐ গোডাউনের টিনের পানি আমার বাড়ীর সীনার ভিতর চলে আসে। আর এই বৃষ্টির পানিতে বাড়ির দেওয়ালসহ বাড়ী ঘর ক্ষতি সাধন হবে। ফলে আমি এর প্রতিকার চেয়ে সৈয়দপুর পৌরসভার মেয়রের নিকট লিখিত ভাবে অভিযোগ করেছি।

ফজলুল রহমান আরো জানান,আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর পৌরসভার ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এখানে যদি সুষ্ঠ সমাধান না পাই তা হলে আমি কোর্ট মামলা করবো।

এব্যাপারে  ঘটনাস্থলে গিয়ে  গোডাউন মালিক পক্ষের কারো দেখা পাওয়া যায়নি।