সৈয়দপুরে এস,এস,সি- ৯২ এর বন্ধুদের মিলন মেলা

জাহিদুল হাসান জাহিদ,স্টাফ রিপোর্টার।। ”চলো হাত বাড়াই বন্ধুর পাশে দাঁড়াই” এই শ্লোগানকে বুকে ধারন করে হয়ে গেল সৈয়দপুরে ১৯৯২ সালের এ,এস,সি ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত আমরা-৯২(সৈয়দপুর) এর পুণর্মিলনী।
শুক্রবার(৩০ ডিসেম্বর) বিকাল ৪ টায় সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে এই পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।
এই মিলন মেলায় সৈয়দপুরের বিভিন্ন বিদ্যালয়ের ১৯৯২ এর এসএসসি’র অর্ধশতাধিক বন্ধু অংশ গ্রহন করে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
বন্ধুদের ফুল দিয়ে বরণ করেন,শিল্পী,বিউটি ও শিখা পরে পুণর্মিলনীতে আসা বন্ধুদের পরিচয় পর্ব এবং লটারীর মাধ্যমে অভিনয়,গান,কবিতা,ছড়া,কৌতুক, স্মৃতিচারণ, বক্তিতৃতা, টি-র্শাট ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় আমরা-৯২ সৈয়দপুর এর পুণর্মিলনী অনুষ্ঠান।
পুণর্মিলনীর আয়োজক কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ বাবু,মো.জাহিদুল হাসান জাহিদ,মো,জাবেদ হোসেন,সাজিদ মুন্না,পারভেজ,মহি উদ্দীন,আশরাফ,হোসেন,রেজওয়ান,আখি,বিউটি ও মনোয়ারা।