সৈয়দপুরে শিশুদের নিয়ে বিশেষ ফুটবল টুর্ণামেন্ট

সৈয়দপুরে শিশুদের নিয়ে বিশেষ ফুটবল টুর্ণামেন্ট

জাহিদুল হাসান জাহিদ,স্টাফ রিপোর্টার।। মোবাইল ও মাদক নেশায় আসক্ত না হয়ে ছেলে-মেয়েরা যেন খেলাধূলায় ফিরে শারিরীক ভাবে বেড়ে উঠতে পারে সেই প্রত্যয়ে নীলফামারীর সৈয়দপুরে নিচুকলোনী মডার্ণ স্পোর্টিংক্লাব এর আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৯ মে) সকাল ৯ টায় নিচুকলোনী মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

মডার্ণ স্পোর্টিংক্লাবের সার্বিক ব্যবস্থাপনায়  এ টুর্ণামেন্ট আয়োজিত হয়।

এতে সাত ও আট বছরের শিশু ছেলেদের সম্বনয়ে দুইটি দল টুর্ণামেন্টে অংশ গ্রহণ করে।

টুর্ণামেন্টটি নিদির্ষ্ট সময় গোল শূন্য থাকায়, ট্রেরাই ব্রেকারের মাধ্যমে ২-০ গোলে লাল দল চ্যাম্পিয়ন ও সবুজ দল রানার্সআপ হয়।

মডার্ণ স্পোর্টিংক্লাবের পরিচালক মো.জাহিদুল হাসান জাহিদ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও বিশেষ পুরুস্কার বিতরণ করেন।