সৈয়দপুরে সরকারি গাছ কর্তন’ বাধা দিলে সাবেক মেম্বার ও তার সন্তানকে মারপিটের অভিযোগ

সৈয়দপুরে সরকারি গাছ কর্তন’ বাধা দিলে সাবেক মেম্বার ও তার সন্তানকে মারপিটের অভিযোগ
ছবি সংগৃহিত

স্টাফ রিপোর্টার।। নীলফামারীর সৈয়দপুরে রাস্তার পাশে সরকারি একটি বট গাছ কাটে কয়েকজন, বাধা দিলে সাবেক মেম্বার মো.লুৎফর রহমান খানকে লাঞ্চিত করে এবং তার সন্তান রেজওয়ান খান শিমুকে মারপিট করা হয়েছে। বুধবার(২৫ জানুয়ারি) সকাল ১১ টায় সৈয়দপুর লক্ষনপুর চরকপাড়া (পাঠান পাড়া) এ ঘটনা ঘটে।

সুষ্ঠ বিচার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন লুৎফর রহমান খান।

অভিযোগে লুৎফর রহমান বলেন, লক্ষণপুর চড়কপাড়া মৌজায় পাঠানপাড়া হইতে কদমতলী পর্যন্ত রেকর্ডিও রাস্তার পাশে  প্রায় বিশ বছর আগে জনস্বার্থে আমি একটি বট গাছ লাগিয়ে ছিলাম। বট গাছটি পাঁচ ফুট মোটা  ও লম্বা প্রায় পঞ্চাশ হইতে পঞ্চান্ন ফুট  হয়েছে। সেই বট গাছটি গোলাম মোস্তফা খান, পিতাঃ মৃত্যু আলিম উদ্দিন খান, আরমান খান বাদশা, পিতাঃ মৃত্যু আব্দুর রহমান সহ তার পরিবারের লোকজন সহ আরো তের জনের মত লোক মিলে গাছটির উপরের ডাল পালা আড়ি, দা দ্বারা সমূলে কর্তন করে এবং গাছটি কাটিয়া ফেলার জন্য গোড়ায় চোট মারিতে থাকিলে আমার পুত্র রেজওয়ান খান শিমু সেখানে গিয়ে তাদেরকে বলে, গাছটি আমার পিতা রোপন করিয়াছে। তাছাড়া গাছটি সরকারি জমিতে থাকায় আমরা কাটি না, তোমরা কেন গাছ কাটিতেছো ? বলার সাথে সকল বিবাদীরা আমার ছেলেকে কিল ঘুসি চর থাপ্পর মারিতে থাকে। তার চিৎকারে সালমা খানম, ময়নুল খান, লিমন খান ঘটনাস্থলে উপস্থিত হইয়া তাদের হাত হইতে আমার পুত্রকে মার ডাংগের হাত থেকে বাঁচাইতে গেলে বিবাদীরা তাদের তিন জনকেও শারিরীকভাবে লাঞ্চিত এবং মার ডাং করে। এক পর্যায়ে লোকমুখে সংবাদ পাইয়া আমি সেখানে উপস্থিত হইলে বিবাদীগণ আমাকেও শারিরীকভাবে লাঞ্চিত করে। আহতের তিন জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

বিষয়টি  সহকারী কমিশনার (ভূমি) সৈয়দপুরকে মৌখিকভাবে জানাইলে সহকারী কমিশনার (ভূমি) তৎখানিক উপ সহকারী (ভূমি) (তহশীলদার) বাঙ্গালীপুর কে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। বিষয়টি তহশীলদার তার সঙ্গী অফিস সহকারীকে লইয়া ঘটনাস্থলে আসিয়া বিষয়টি তদন্ত করেন। ঘটনাস্থলে সেই সময় প্রায় ছয় সাত জন সাংবাদিকের উপস্থিতে বিবাদীগণ হুমকি দেয় বলে যেখানে পাইবে তারা আমায় মেরে ফেলবে এবং আমায় মিথ্যা মামলায় জরিয়ে হয়রানি করার হুমকি প্রদান করছে। সুষ্ঠ বিচার চেয়ে  লুৎফর রহমান সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিয়োগ দায়ের করেন।

এব্যাপারে বিবাদীদের কোন মতামত পাওয়া যায়নি।