নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হত্যাকাণ্ডের ২৩ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নূর মোহাম্মদকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৬ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ঈশ্বরগঞ্জের ফতেহনগরে চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নূর মোহাম্মদকে রোববার (৫ ফেব্রুয়ারি) গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক বলেন, ১৯৯৯ সালের ১১ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জেরে নূর মোহাম্মদ তার চাচা মোস্তফা কামালকে কুপিয়ে হত্যা করে। পরে তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে নিজেকে আত্মগোপন করে আসছে সে।
সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।